নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারের লক্ষ্যে শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ করেছে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন। গত মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জনাব আব্দুর রহমান।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, নতুন প্রজন্মকে নৈতিক ও চারিত্রিক শিক্ষায় শিক্ষিত করে তোলার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুর রহমান বলেন, "ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন বিশ্বাস করে যে, নৈতিক শিক্ষার মাধ্যমেই একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। কোরআনের শিক্ষা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে।" তিনি শিক্ষার্থীদের কোরআনের মর্মার্থ অনুধাবন করে তা নিজেদের জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান, যা সমাজসেবা, শিক্ষা ও গবেষণামূলক কাজ করে থাকে। ভবিষ্যতে এই ধরনের আরও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ফাউন্ডেশনের কর্মকর্তারা।