আজ ২০ সেপ্টেম্বর’২০২৫ শনিবার রাজধানী ঢাকার বিজয়নগর এলাকায় ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন-এর উদ্যোগে সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য জনাব আব্দুর রহমানের সঞ্চালনায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটির নির্বাহী পরিচালক জনাব শাহিন আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মুজিবুর রহমান এবং ভাইস চেয়ারম্যান আবু নোমান মোঃ আব্দুল বাসেত।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জনাব ফজলুর রহমান মিরাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবক।
প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহিন আহমেদ খান বলেন, "ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন যে মহৎ উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। সমাজের বিত্তবানদের এমন উদ্যোগে এগিয়ে আসা উচিত।"
ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম বলেন, "আমরা শুধু খাবার বিতরণ করছি না, বরং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের কাজ করতে চাই।"
ফাউন্ডেশনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য, অসহায় মানুষের কষ্ট লাঘবে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।