'মাদককে না বলুন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে ভয়েস অফ ইনসাফ। সমাজের সকল স্তরের মানুষকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানাতে এই র‍্যালিটি রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে অংশ নেন ফাউন্ডেশনের সদস্য, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের হাতে ছিল বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন। র‍্যালি চলাকালীন সময়ে পথচারীদের মাঝে মাদক বিরোধী বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

আয়োজকরা বলেন, মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সচেতনতার কোনো বিকল্প নেই। মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নষ্ট করে না, এটি একটি পরিবার এবং সর্বোপরি একটি সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

ভয়েস অফ ইনসাফ একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে। মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।

1 / 2
image
2 / 2
image