মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন আয়োজন করেছে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পেইন। সোমবার (১ মে) রাজধানীর শান্তিনগর বাজারে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শাহীন আহমেদ খান এবং বিশিষ্ট মানবাধিকার নেতা আ ন ম ইউসুফ।
ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি ফজলুর রহমান মিরাজ, শান্তিনগর বাজার ব্যবসায়ী নেতা মোঃ জাহাঙ্গীর এবং মানবাধিকার বিভাগের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক শ্রমিক ও সাধারণ মানুষ।
ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুর রহমান বলেন, "আমরা বিশ্বাস করি, একজন সুস্থ শ্রমিকই পারেন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। তাদের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।" তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের আরও স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হবে।
প্রধান অতিথি ড. হেলাল উদ্দিন শ্রমিকদের উদ্দেশে বলেন, "শ্রমিক ভাইদের সুস্থ থাকা খুবই জরুরি। ডায়াবেটিসের মতো নীরব ঘাতক রোগ থেকে বাঁচতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা জরুরি।"
ক্যাম্পেইনে অংশ নেওয়া শ্রমিকরা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করিয়েছেন এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ পেয়েছেন।