ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন-মানবতা ও সহমর্মিতার আলোয় ন্যায়ভিত্তিক সমাজ গঠন
ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন গভীরভাবে বিশ্বাস করে যে মানবতা ও সহমর্মিতাই একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি। এই বিশ্বাসকে ধারণ করে আমরা আমাদের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করি, যার মাধ্যমে অসহায়, দরিদ্র ও প্রাকৃতিক বা অন্য কোনো কারণে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াই। আমাদের প্রচেষ্টা হলো তাদের জীবনে একটু আশার আলো জ্বালানো, দুঃখ-কষ্ট লাঘব করা এবং তাদের মুখে হাসি ফোটানো। আমরা জানি, মানুষের প্রতি সংবেদনশীলতা এবং বিপদে তাদের পাশে দাঁড়ানোও একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে অপরিহার্য।


মানবিক সহায়তায় আমাদের কার্যক্রমসমূহ
ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন বিশ্বাস করে, মানবতা ও সহমর্মিতাই একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি। সমাজকল্যাণ তহবিল প্রতিষ্ঠা করে আমরা সমাজের দুস্থ, অসহায় এবং সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। আমরা বিত্তবানদের সহযোগিতায় মানবিক সহায়তার কর্মসূচীর মাধ্যমে অত্যন্ত দরিদ্র, প্রবীণ, অসুস্থ মানুষদের জন্য কাজ করে যাচ্ছি।
ত্রাণ বিতরণ
প্রাকৃতিক দুর্যোগ (যেমন: বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প) কিংবা অগ্নিকাণ্ড বা অন্য কোনো বিপর্যয়ের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব। এই কর্মসূচির আওতায় আমরা দ্রুত খাদ্যসামগ্রী, ওষুধ, পোশাক, কম্বল, শিশু খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করি। এই সহায়তা তাদের জীবনের সংকটময় মুহূর্তে কিছুটা স্বস্তি এনে দেয়।

পুনর্বাসন
ভয়েস অফ ইনসাফ ফাউন্ডেশন সুবিধা বঞ্চিত মানুষের জন্য ও দুর্যোগ প্রবণ এলাকায় দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। দুর্যোগে ঘরবাড়ি হারানো বা ভিন্ন কোনো কারণে গৃহহীন মানুষের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে থাকে। এটি শুধু অস্থায়ী আশ্রয় নয়, বরং তাদের জীবনযাত্রার স্থায়ী সমাধানের দিকেও নজর দেওয়া হয়। আমরা পুনর্গঠনের জন্য বাড়ি নির্মাণ, বসবাসের উপযোগী সামগ্রী প্রদান করি। যাতে সুবিধা বঞ্চিত মানুষদের জীবন যাত্রার মান আরও সহজ হয়।

মরদেহ ব্যবস্থাপনা
অপরিচিত, পরিচয়হীন, যাদের সামর্থ্য থাকে না বা পথেঘাটে মৃত ব্যক্তিদের মরদেহ সম্মানের সাথে ইসলামী শরীয়ত মোতাবেক দাফনের ব্যবস্থা করা হয়। অনেকে সমাজে অবহেলিত থাকায় তাদের শেষ বিদায়টুকু পর্যন্ত দায়িত্ব নিয়ে কেউ নেয় না। এই সংবেদনশীল কাজটিতে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে।

এতিমখানা পরিচালনা
আমরা এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি নিরাপদ আশ্রয় প্রদানের লক্ষ্যে এতিম খানা প্রতিষ্ঠান করে থাকি। সেই সাথে যেসব এতিম খানা আছে দূর্গম এলাকায় সেখানে তিন বেলা খাবার, স্বাস্থ্যসেবা, পোশাক ও শিক্ষার পূর্ণ ব্যবস্থা নিয়ে একটি মানবিক পরিবেশে তাদের বেড়ে ওঠার ব্যবস্থা করি। পাশাপাশি তাদের চরিত্র গঠনে নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদান করি যাতে তারা একজন সুনাগরিক হয়ে গড়ে ওঠে।

ইয়াতিম সহায়তা
যেসব এতিম শিশু এতিমখানায় বসবাস করে না এবং যারা করে, তারা যেন সমাজে পিছিয়ে না পড়ে সেজন্য আমাদের পক্ষ থেকে মাসিক বা বার্ষিক আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ, পোশাক, স্বাস্থ্যসেবা ও ঈদ উৎসবে উপহার প্রদান করা হয়। এটি তাদের মনোবল বাড়াতে সহায়ক হয়। শুধু না নয় আমরা ইয়াতিম শিশুদের শিক্ষাবৃত্তি ও প্রদান করে থাকি।

বস্ত্র বিতরণ
শীতকালে শীতার্ত মানুষের মাঝে কম্বল, সোয়েটার, টুপি, মোজা ইত্যাদি বিতরণ করা হয় এবং সারা বছর দরিদ্র ও অসহায় মানুষের মাঝে পরিধেয় পোশাক (শাড়ি, লুঙ্গি, জামা-প্যান্ট,বাচ্চাদের পোশাক ইত্যাদি) দেওয়া হয়। বিশেষ করে ঈদ উৎসব যেমন ঈদ-উল ফিতর ও ঈদ-উল আযহা এবং বিভিন্ন দুর্যোগকালীন সময় এ উদ্যোগ বিশেষ গুরুত্ব পায়।

খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ
ভয়েস অফ ইনসাফ ফাউন্ডেশন বিভিন্ন দূর্যোগ ছাড়াও দুস্থ ও অভাবী পরিবারের মাঝে নিয়মিতভাবে চাল, ডাল, তেল, লবণ, আটা, চিনি, দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে। এছাড়াও দুর্গম অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট নিরসনে আমরা পানির বোতল, ট্যাংক বা জার সরবরাহ করে থাকি।

ওয়াটার ফিল্টার স্থাপন
মানবিক সহায়তার অন্যতম কর্মসূচী হল ওয়াটার ফিল্টার স্থাপন। দূষিত পানি পান করে অনেকেই ডায়রিয়া, হেপাটাইটিসসহ নানা রোগে আক্রান্ত হয়। এ অবস্থায় দূর্গম ও পানি সংকটাপন্ন এলাকায় ওয়াটার ফিল্টার বা টিউবওয়েল পানি বিশুদ্ধকরণ ইউনিট স্থাপন করা হয়। এর মাধ্যমে বহু পরিবার নিরাপদ পানি পেতে পারে।

দরিদ্র তহবিল
সমাজকল্যান ফান্ড প্রতিষ্ঠা করে এতিম, বিধবা, দুঃস্থ্য, অসহায় ও সমস্যাগ্রস্থ লোকদের সহযোগিতা করা ও বিত্তবানদের সহযোগিতায় অত্যন্ত দরিদ্র, প্রবীণ, অসুস্থ বা কাজ করতে অক্ষম মানুষের সহায়তা করতে আমরা কাজ করে যাচ্ছি। এই তহবিল থেকে মাসিক আর্থিক সহায়তা, চিকিৎসা ব্যয়, বাসা ভাড়া, শিশুদের শিক্ষাখরচ ইত্যাদি প্রদান করা হয়। এতে করে তারা ন্যূনতম নিরাপত্তার সাথে জীবনযাপন করতে পারে।

মানবাধিকার ও আইনি সহায়তা
ভয়েস অফ ইনসাফ ফাউন্ডেশন সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবাধিকার রক্ষা এবং আইনি সহায়তা প্রদানে বদ্ধপরিকর। আমাদের মূল লক্ষ্য হলো, যাদের আইনি পরিষেবা পাওয়ার সামর্থ্য নেই, তারাও যেন আইনের আশ্রয় থেকে বঞ্চিত না হয়। কর্মশালা ও বিভিন্ন প্রচার কর্মসূচির মাধ্যমে আমরা সাধারণ মানুষকে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে অবহিত করি। আমাদের উদ্দেশ্য হলো, আইনি বিষয়গুলো সম্পর্কে জ্ঞান দিয়ে মানুষকে ক্ষমতায়ন করা, যাতে তারা আত্মবিশ্বাসের সাথে যেকোনো আইনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে এবং নিজেদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়।
